আমাদের আজকের গন্তব্য ট্রি হাউস। টারজান বা পিটার প্যান সিনেমা দেখে আপনারও কখনো মনে হয়েছে যে ইশ যদি এরকম একটা বাড়ি থাকতো আমার, গাছের ওপর! কিংবা মনে হয়েছে যদি এরকম বাড়িতে থাকা যেত কয়েকদিনের জন্য তাহলেও মন্দ হত না। কিন্তু কাজের চাপ আর পকেটের করুন অবস্থা আপনাকে ওই স্বপ্ন রাজ্যের বাইরে বেরোতে দেয়নি। চলুন আজকে আপনাকে বাস্তবে নিয়ে যাই। পকেটের করুন অবস্থাও আপনার পথের বাধা হবে না! একদম কলকাতার কাছাকাছি, আমবাগান দ্যা রিভারসাইড ট্রি হাউস।
![]() |
চিত্রঋণ :zeenews.india.com |
কলকাতার একেবারে কাছেই, আপনার সাধ্যের মধ্যেই রয়েছে আপনার স্বপ্নের ট্রি-হাউস! কলকাতা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদীর তীরে, আম-বাঁশ-তাল গাছ দিয়ে ঘেরা "আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস"।প্রকৃতির অপরূপ নৈস্বর্গিকতা, হরেকরকম পাখির কলতান আপনাকে আচ্ছন্ন করে রাখবে। একদিনের জন্য আপনি একেবারে পৌঁছে যেতে পারেন প্রকৃতির অন্দরমহলে।
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
ট্রি হাউসের নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে ওটা নিশ্চয়ই
আম গাছে ঘেরা হবে? ঠিক তাই। শুধু তাই নয়, যে চারটি ট্রি হাউস আছে তাদের নামও আম
গাছের নামে যেমন, আম্রপালি, হিমসাগর, গোলাপখাস আর তোতাপুরি।চারটি ট্রি হাউসের
মধ্যে তিনটি থাকবার(double bedded room with attached toilet)আর একটি কমন(common area)জায়গা অতিথিদের
জন্য। সমস্ত রকমের আধুনিক সুবিধা যেমন টিভি/ ডিশ টিভি, গিসার, শাওার, এসি, ফ্যান
ইত্যাদি ইত্যাদি আছে।থাকবার ঘরগুলি একটু ছোট হলেও ভীষণ সুন্দর ভাবে গোছানো।
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
কি ভাবে যাবেন?
হাওড়া থেকে যে-কোনও ট্রেনে আরামবাগ রেল স্টেশন। ওখান
থেকে যে কোনও রিক্সা ভ্যান ধরে আপনি পৌঁছে যেতে পারেন ওই ট্রি-হাউসে। আর তারপর সব
দায়িত্ব আরামবাগ ট্রি-হাউসের।
কি খাবেন?
যেহেতু জায়গাটি পশ্চিমবঙ্গে তাই খাবার দাবারে বাঙ্গালিয়ানার
স্বাদ তো থাকবেই। বাঙ্গালি আমিষ ও নিরামিশ সমস্ত খাবারই পাওয়া যায়।খাবার
কোয়ালিটি ভীষণই ভালো। উপরি পাওনা হিসাবে, আরামবাগের তাজা মুরগির মজা তো আছেই। মানে
Bornfire
আর BBQ এর সুবাবস্থা
আছে।
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
কি কি দেখবেন?
ওখানে একটি private zoo আছে। সেখানে বিভিন্ন ধরনের পাখি, turkey, এমু এবং বিভিন্ন জাতের কুকুর দেখতে পাবেন। এছাড়া আছে দ্বারকেশ্বর নদী।
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
এক্টিভিটিজ
হর্স-রাইডিং , টেবিল টেনিস , বাস্কেট বল , ব্যাডমিন্টন , বো এন্ড অ্যারো তে সারাদিন
ব্যাস্ত থাকতে পারবেন।
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
![]() |
চিত্রঋণ:ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস |
কি কি বাপারে সাবধান থাকবেন?
পিঁপড়ে আর মশার কামড় থেকে সাবধান থাকবেন। আর আমের season এ গেলে আরও বেশী সাবধানে থাকবেন। কারণ হতে পারে একটি আম আপনার মাথায় পড়ল আর
আপনি ক্যাটরিনা কাইফ হয়ে গেলেন।
তাই আর দেরি না করে আগামী
সপ্তাহেই ফ্যামিলি বা বন্ধুরা একসাথে ঘুরে আসুন আমবাগান ট্রি-হাউস। ভালো থাকবেন।
তথ্য ঋণ : জী ২৪ ঘন্টা ও Tripadvisor
আরো বাকি তথ্যের জন্য নিচের দেয়া ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন।
ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস
ফেইসবুক পেজ আমবাগান দ্যা রিভারসাইড ট্রি-হাউস
1 মন্তব্যসমূহ
Darun laglo akdom to the point
উত্তরমুছুনআপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !